Afreen Afreen Bengali Version Lyrics by Tanmoy Rimpo. Originally this song is sung by Nusrat Fateh Ali Khan and same Hindi version song is sung by Rahat Fateh Ali Khan & Momina Mustehsan from coke studio season 9. Hindi song lyrics written by Javed Akhtar. Afreen Afreen Bangla Version song lyrics written by Ambali Chakraborty.
Song Credits | |
♫ Song | Afreen Afreen (Bangla Version) |
♫ Singer | Tanmoy Rimpo |
♫ Lyrics | Ambali Chakraborty |
♫ Starring | Roop Bakshi, Riya Dutta |
♫ Label | Folk Studio Bangla |
Afreen Afreen Bengali Version Lyrics
ছুঁয়ে দেখি কতো চেনা,
গন্ধ আছে বাকি
যত্নে তাকে ভালোবেসে
আতর দানে রাখি
কাছাকাছি তাকে পাওয়া
সব কিছু ভুলে চাওয়া
খেলায় খেলায় সে দিয়েছে ফাঁকি।
Husn e Jaana Ki Tareef Mumkin Nahi
Afreen, Afreen, Afreen, Afreen
Tu Bhi Dekhe Agar
Wo Kahe Humnasheen
Afreen, Afreen, Afreen, Afreen
চোখ তাদের কথা বলে হাসায়-হাসি
ছোঁয়া পাগল করে।
বেসামাল হয়ে শুধু বেঁচে আছি
জাগি কেমন করে ?
ঘুম ঘুম শহর কাটে না ঘোর
আবছায়া আলোতে (x2)
সব হারিয়ে আজ হয়েছে তারই
Husn e Jaana Ki Tareef Mumkin Nahi
কি জাদু করেছে সে বোঝা দায়
বশ হয়েছি আমি
কেড়ে নিয়ে ঘুম আমার রাত জাগায়
এ কেমন পাগলামি ?
ঘুম ঘুম শহর কাটে না ঘোর
আবছায়া আলোতে (x2)
সব হারিয়ে আজ হয়েছি তারই
Husn e Jaana Ki Tareef Mumkin Nahi
ছুঁয়ে দেখি কতো চেনা,
গন্ধ আছে বাকি
যত্নে তাকে ভালোবেসে
আতর দানে রাখি
কাছাকাছি তাকে পাওয়া
সব কিছু ভুলে চাওয়া
খেলায় খেলায় সে দিয়েছে ফাঁকি।
You May Also Like
Related Tags:
Afreen Afreen Bengali Version LyricsAfreen Afreen Bengali Version Lyrics in BangaliAfreen Afreen Bengali Version Lyrics PDF