আকাশে মেঘ জমেছে Akashe Megh Jomeche Lyrics: Akashe Megh Jomeche song sung by Haimanti Rakshit Das and Tune by Runa Laila. Music Composed by Raja Kaasheff And song Lyrics written by Kabir Bakul. Starring: Tapash Roy Chowdhury And Bristi. Read Lyrics below:
Song Credits
- Song: Akashe Megh Jomeche
- Singer: Haimanti Rakshit Das
- Lyricist: Kabir Bakul
- Music: Raja Kaasheff
- Label: Dhruba Music Station
Akashe Megh Jomeche Lyrics in Bengali
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
কি ব্যাথায় মন বিরহী
তুমি সে খবর রাখোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি।।
ছিল হাওয়ারই ভুল
ঝরে গেছে ফুল,
ঝড়েরই আভাস পেয়ে
তুমি তো বসে থাকোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি।।
নেমেছিল যে রাত
দেখা দেবে চাঁদ,
জোছনায় জোনাক ছিলো
তুমিতো কাছে ডাকোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
কি ব্যাথায় মন বিরহী
তুমি সে খবর রাখোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি।।
This is the end of Akashe Megh Jomeche Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.