Amar Kono Golpo Nei Lyrics: Amar Kono Golpo Nei song sung by Swastika Mukherjee from movie Tasher Ghawr. Music Composed and lyrics written by Soumit Deb.
Song Credits | |
♫ Song | Amar Kono Golpo Nei |
♫ Singer | Swastika Mukherjee |
♫ Lyrics | Soumit Deb |
♫ Music | Soumit Deb |
♫ Label | SVF Music |
Amar Kono Golpo Nei Lyrics in Bengali
তাসের ঘরে দোরে
দারুন খেলা করে,
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ।
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে,
পাখির ঠোঁট চেনে বাসার মুখ।
আমার কোনো গল্প নেই !
তাসের ঘরে দোরে, হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ।
গড়ার শেষে তবে, না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই !
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি।
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে,
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায়
স্বেচ্ছায়।
টুকরো কিছু কিছু, স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই।
আমার কোনো গল্প নেই !
তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে,
আমার হারিয়ে যাওয়া ডানার সেই।
খেলার শেষে চলো
তোমার কথা বলো,
আমার আলাদা কোনো গল্প নেই।
আমার কোনো গল্প নেই!
You May Also Like
Related Tags:
Amar Kono Golpo Nei LyricsAmar Kono Golpo Nei Lyrics in BengaliAmar Kono Golpo Nei Lyrics PDF