আমি চাই থাকতে Ami Chai Thakte Lyrics: Ami Chai Thakte song sung by Nusraat Faria and Master D. Music Composed by Subir Master D Dev and Lyrics written by Syed Atiq. Read Lyrics Below…
Song Credits
- Song: Ami Chai Thakte Lyrics
- Singer: Nusraat Faria & Master D
- Lyrics: Syed Atiq
- Music: Subir “Master-D” Dev
- Label: SVF
Ami Chai Thakte Lyrics in Bengali
ফারিয়া:
ভেবেছি
বারে বারে প্রেমে পড়েছি
মনে তারি ছবি এঁকেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি।
মাষ্টার ডি:
মন ফেরে না, ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।
ফারিয়া:
মন সহে না, এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে।
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোঁটে
আমি চাই থাকতে।
ফারিয়া:
ও রে কি জাদু তুই করলি ?
কেরে নিলি ঘুম।
হয়ে যাবো আমি loka
My heart goes boom boom boom
মাষ্টার ডি:
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি।
ফারিয়া:
মন ফেরে না, ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে।
মাষ্টার ডি:
মন সহে না, এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে।
ফারিয়া:
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে।
ফারিয়া:
তোর হাতের ছোঁয়াতে
তোর ঘুমের ঘোরেতে,
তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে,
তোর গালের তিলেতে
আমি চাই থাকতে।
ফারিয়া:
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে,
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে।
মাষ্টার ডি:
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে,
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে।
This is the end of Ami Chai Thakte Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.