আর কিভাবে Ar Kibhabe Lyrics: Ar Kibhabe song is sung by Hasan S Iqbal. Starring: Hasan Shams Iqbal, Diya, Abir Kamal, and Shezar. Music Composed by Adib Kabir and lyrics of this song is written by Mehedi Hasan Limon.
Ar Kibhabe Lyrics in Bengali
তোমার কাছে হয়তো আমি
বড্ড বেশি বেমানান,
জানে হৃদয় তুমি আমার
একটাই পিছুটান।
তোমার জন্য আজও আছে আমার
স্বপ্ন জমা একরাশি,
আর কিভাবে বললে তোমায়
বুঝবে ভালোবাসি?
তোমার নামে হৃদয় উজাড়
আমার কান্না হাসি,
আর কিভাবে বললে তোমায়
বুঝবে ভালোবাসি?
তোমার নামে হৃদয় উজাড়
আমার কান্না হাসি।।
বৃষ্টি দিনে, গল্পগুলো
স্মৃতির পাতায় আজ মলীন,
মরচে পড়া দিনের শেষে
জানি আসবে দিন রঙিন।
তোমার জন্য আজও আছে আমার
স্বপ্ন জমা একরাশি,
আর কিভাবে বললে তোমায়
বুঝবে ভালোবাসি?
তোমার নামে হৃদয় উজাড়
আমার কান্না হাসি,
আর কিভাবে বললে তোমায়
বুঝবে ভালোবাসি?
তোমার নামে হৃদয় উজাড়
আমার কান্না হাসি।।
This is the end of Ar Kibhabe Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Ar Kibhabe Song Detail
Song: Ar Kibhabe Lyrics
Lyrics: Mehedi Hasan Limon
Singer: Hasan S. Iqbal
Music Director & Programming: Adib Kabir