ভালোবেসে দিলে ফাঁকি Bhalobese Dile Faki Lyrics: Bhalobese Dile Faki song sung by Samz Vai. Starring: Afjal Sujon, Ontora, And Mohsin Reza. Music Composed by Ankur Mahamud and Lyrics written by Mehedi Hasan Limon.
Song Credits
- Song: Bhalobese Dile Faki Lyrics
- Singer: Samz Vai
- Lyrics: Mehedi Hasan Limon
- Music: Ankur Mahamud
- Label: Eagle Music
Bhalobese Dile Faki Lyrics in Bengali
কী কারণে চলে গেলে
দিয়ে বেদনা,
একা ভালো থাকবে তুমি
কথা ছিল না।
চোখের নিচে কালো দাগ
দেখেও দেখলে না,
নিজের ভালো বুঝলে ঠিকই
আমায় বুঝলে না।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
কত আশা ছিল মনে
কত যে পথ চলা বাকি,
এত কিছুর পরেও আমি
আসবে ফিরে, স্বপ্ন দেখি।
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
তাই আমার এই পরিণতি।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
এত ব্যথা পোড়া বুকে
চোখে জল রাশি রাশি,
দিয়েছিলে কত কথা
সব কি ছিল মিছামিছি?
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম,
তাই আমার এই পরিণতি।
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
This is the end of Bhalobese Dile Faki Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
httpv://youtu.be/L_RYsICOwxw