Bhenge Porona Ebhabe Lyrics: This song is sung by Pritom Hasan. Starring: Shafiul Alam Babu, Reshma Reshmee and Tasmia. Bhenge porona evabe lyrics in bengali written by Rakib Hasan Rahul and Pritom Hasan.
Song Credits | |
♫ Song | Bhenge Porona Ebhabe |
♫ Singer | Bhenge Porona Ebhabe |
♫ Lyrics | Rakib Hasan Rahul & Pritom Hasan |
♫ Music | Pritom Hasan |
♫ Label | Gaanchill Music |
Bhenge Porona Ebhabe Lyrics in Bengali
যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে,
তোমার ঘরের পুতুল তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়।
ভাঙ্গা মনে তাইতো রাত আমায় বলে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়?
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার,
হঠাৎ সে চলে গেছে শূন্যতা
যেনো এ ঘরে,
তাই তো রাত আমায় বলে ..
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না রাতে
তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকে না চিরোদিন সাথে,
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙ্গে যাবে,
ভেঙ্গে পড়ো না এই রাতে।
You May Also Like
Related Tags:
Bhenge Porona Ebhabe LyricsBhenge Porona Ebhabe Lyrics in BengaliBhenge Porona Ebhabe Lyrics PDF