বিনিময় Binimoy Lyrics: Binimoy song sung by Nishat Arefin from The Breakup Bangla Natok. Starring: Apurba And Anika Kabir Shokh. Music Composed by Asim Roy Sonjoy and lyrics written by Nishat Arfin.
Song Credits
- Song: Binimoy
- Singer: Nishat Arefin
- Lyricist: Nishat Arefin
- Music: Asim Roy Sonjoy
- Label: Cd Choice
Binimoy Lyrics in Bengali
বিনিময়ে কিছুই তো চাইনি
ভালোবাসা তোমার পায়ে ফেলে,
অবহেলা বুঝি এমনই হয়
উপহার আমার মন জুড়ে।
এভাবে আমাকে না কাঁদালেও পারতে
ফিরিয়ে দিতে শুরুতে।।
আমার আকাশ তোমার মেঘে
বৃষ্টি বুকের জমিনে লেপে,
মেঘ সরিয়ে দাও চিনিয়ে
মুক্তি আমায় বর্ষা থেকে।
ভালোবাসা নাইবা পারো দিতে
দাও ভুলে যাওয়ার অধিকার,
ভালোবাসা নাইবা পারো দিতে
দাও ভুলে যাওয়ার অধিকার,
এই তোমার কাছে শেষ মিনতি আমার
এই তোমার কাছে শেষ মিনতি আমার
বিনিময়ে কিছুই তো চাইনি
ভালোবাসা তোমার পায়ে ফেলে,
অবহেলা বুঝি এমনই হয়
উপহার আমার মন জুড়ে।
এভাবে আমাকে না কাঁদালেও পারতে
ফিরিয়ে দিতে শুরুতে ..
This is the end of Binimoy Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
httpv://youtu.be/hD4lEeHDAjY