Bodnaam Lyrics is sung by Sayan Bhattacharya from The Bong Studio Originals. Music Composed by Sayan Bhattacharya and Lyrics Written by Shayan Sarkar.
Song Credits | |
♫ Song | Bodnaam |
♫ Singer | Sayan Bhattacharya |
♫ Lyrics | Shayan Sarkar |
♫ Music | Dipesh Chakraborty |
♫ Label | The Bong Studio |
Bodnaam Lyrics
তুমি আজও ভালো আছো
ভালো থাকার স্রোতে বাঁচো,
গন্ধমাখা জামার বোতাম
তাতে লেগে আছে আমার বদনাম।
অপমানের বোঝা, লেগে আছে চাদরে
আজও কেন খুঁজি তোমায়
ছেঁড়া খামের ভেতরে।
আবছা করে লেখা
আজও তোমার নাম,
কাল বদলে ফেলাবো
তোমার দেওয়া বদনাম।
আমার বদনাম.. আমার বদনাম..
কঠিন সময় ছেড়ে গেলে
বৃষ্টি দু’হাতে নিঃস্ব করে,
ভালোবাসার প্রতিদান
ফোঁটায় ফোঁটায় মিটিয়ে দিলে।
সবুজের মাঝে অবুঝ হবো
থেকে যাব শিশিরের ফোঁটায়,
আর থাকবে না তুমি
আর থেকে যাবে সময়।
কিছু না বলা কথা, আর অভিমান
নির্বাক হয়ে মেনে নিলাম
অতীতের সব অপমান।
আবছা করে লেখা
আজও তোমার নাম,
কাল বদলে ফেলাবো
তোমার দেওয়া বদনাম।
আমার বদনাম.. আমার বদনাম..
You May Also Like
Related Tags:
Bodnaam Lyrics in BengaliBodnaam Lyrics PDF