বল দুগ্গা মাঈকি Bolo Dugga Maiki Lyrics: Bolo Dugga Maiki song sung by Nakash Aziz and Nikhita Gandhi. Music composed by Jeet Gannguli and lyrics written by Prasen. Read Lyrics below:
Song Credits
- Song: Bolo Dugga Maiki
- Singer: Nakash Aziz & Nikhita Gandhi
- Lyrics: Prasen
- Music: Jeet Gannguli
- Label: SVF Music
Bolo Dugga Maiki Lyrics in Bengali
বল দুগ্গা মাঈকি – জয় ..
এলো এলো এলো দুগ্গা মা
এলো এলো এলো দুগ্গা মা ..
এলো এ একচালাতে
ছেলে মেয়ের সঙ্গে সাথে,
কটা দিন জমিয়ে মজা
ছোট-বড় সবাই রাজা।
এতটাই বড় মায়ের মন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
ঢাকের আওয়াজ, শাঁখের আওয়াজ
মন করে চনমন,
অল্প হলেও আড্ডা হবে গুছিয়ে উচাটন।
কাছেদের সঙ্গে পেলে, খুশি আর ধরে না
ছুটে গেলে ফুর্তি দেদার কিছু মনে পড়ে না,
এ কদিন অন্য রে জীবন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
বলো দুগ্গা মাঈকি – জয়
কাঁশবনেতে লাগবে দোলা শরৎ শরৎ মেঘ
রাস্তাতে ওই ঝরনা আলোর জাগাবে আবেগ।
এলো এ একচালাতে
ছেলে মেয়ের সঙ্গে সাথে,
কটা দিন জমিয়ে মজা
ছোট-বড় সবাই রাজা।
এতটাই বড় মায়ের মন ..
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা ..
বলো দুগ্গা মাঈকি – জয়
This is the end of Bolo Dugga Maiki Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.