বর এলো মাদল বাজায়ে Bor Elo Madolo Bajaye Lyrics: Bor Elo Madolo Bajaye Traditional Bengali Jhumur Song is sung by Madol Folk Band from Urapankhi Bengali Album. Read the lyrics below…
Bor Elo Madolo Bajaye Lyrics Bengali
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে
চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে।
বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে।।
দুরুজ পুরে রিস্কো টানে মোর বরের বাবা
আরে দুরুজ পুরে রিস্কো টানে মোর বরের বাবা
তাই সাত কুড়ি টাকা ছাড়া
আর নাই যে দাবি দাবা,
ওই টাকাটো না পেলে
ওই টাকাটো না পেলে
দিবেক বিয়ে কাঁচায়ে।
বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে।।
বর যাত্রী গুটা-দশেক ছেলে বুড়ো মিলে
ওলো বর যাত্রী গুটা-দশেক ছেলে বুড়ো মিলে,
রেগেমেগে ভাগতে পারে মদ না খেতে দিলে
আরে রেগেমেগে ভাগতে পারে মদ না খেতে দিলে,
আবার মাংস খাবেক বলে শুনি
আবার মাংস খাবেক বলে শুনি
দাঁত রেখেছে বাঁচায়ে।
বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে
চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে।
বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে,
ওলো বর এলো মাদল বাজায়ে লো
বর এলো মাদল বাজায়ে।।
This is the end of Bor Elo Madolo Bajaye Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Bor Elo Madolo Bajaye Song Detail
Song: Bor Elo Madolo Bajaye Lyrics
Lyrics: Traditional Jhumur Song
Singer: Madol Folk Band
Composer: Traditional Jhumur Song