ডিপ্রেশন Depression Lyrics: Depression Song sung by Tazul Islam and Music Composed by Samz Vai. The lyrics of this song are written by Tazul Islam himself.
Song Credits
- Song: Depression
- Singer: Tazul Islam
- Lyricist: Tazul Islam
- Music: Samz Vai
- Label: Samz Vai Official
Depression Lyrics in Bengali
কালোয় ভরা এ আঁধার
সেই তুমি নেই আমার,
হয়েছে হাত বদল।
ভেতর ঘরটা নেই ভালো
হয়েছে দেখো ধূসর কালো,
নিকোটিন করেছে দখল।
তুমি আজ আয়না দেখে
চোখেতে কাজল মেখে,
মন রাখো কার মনে? ও..
ভেবেছো কি একবারও
যে তোমার পাগল ছিল
রেখেছো তাকে ডিপ্রেশনে,
রেখেছো তাকে ডিপ্রেশনে।।
কাটিয়েছি একা বসন্ত
পেরিয়েছে কত হেমন্ত,
এই আমি তুমি হীনা।
তোমার জন্য আজও মনে
ভালোবাসা আছে জমা,
আমার জন্য তোমার ঘৃণা।
তুমি আজ আয়না দেখে
চোখেতে কাজল মেখে,
মন রাখো কার মনে?
ভেবেছো কি একবারও
যে তোমার পাগল ছিল
রেখেছো তাকে ডিপ্রেশনে,
রেখেছো তাকে ডিপ্রেশনে,
রেখেছো তাকে ডিপ্রেশনে।।
This is the end of Depression Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
httpv://youtu.be/LH7TFagWN2A