ই যে তোমার প্রেম Ei Je Tomar Prem Lyrics: Ei Je Tomar Prem Rabindra Sangeet sung by Debanjali Lily from Ektara Bengali Album. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Read Lyrics Below:
Song Credits
- Song: Ei Je Tomar Prem
- Singer: Debanjali Lily
- Lyricist: Rabindranath Tagore
- Music: Shamik Guha Roy
- Label: Amara Muzik Bengali
Ei Je Tomar Prem Lyrics in Bengali
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ,
এই যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
এই যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ পরে,
এই যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ পরে,
এই যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী, প্রাণে এসেছে,
প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী, প্রাণে এসেছে,
তোমারি মুখ ওই নুয়েছে
মুখে আমার চোখ থুয়েছে,
তোমারই মুখ ওই নুয়েছে
মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ।
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ,
এই যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ,
এই যে তোমার প্রেম ওগো হৃদয়হরণ।।
This is the end of Ei Je Tomar Prem Lyrics . If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.