এক জীবনের গান Ek Jiboner Gaan Lyrics: Ek Jiboner Gaan from Joler Gaan Band Song. Music Music of this song is composed and lyrics written by Rahul Ananda. Read the lyrics below…
Download PDF
Ek Jiboner Gaan Lyrics in Bengali
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
তবু কেন সকাল-দুপুর,
সন্ধ্যা-রাত্রি খুঁজি ?
আমি রোজই ..
খুঁজি, আমি রোজই।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি।।
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
এ ঘর ও ঘরে
কোণা-কাঞ্চিতে ভুল,
ভুল ? নাকি কাগজের ফুল ?
ভাঁজ খুলে দেখি ফুল নয়
এতো মায়া !
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া
পালিয়ে গিয়েছে তোমার আমার ছায়া।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি।।
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
ছায়া খুঁজে মরি
কাটে তাল-ছন্দ,
ছন্দ ? নাকি বিরহ আনন্দ !
তবুও তো মন চায় অকারণ মুক্তি
তবুও তো মন চায় অকারণ মুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি
পাগলা মনতো শোনেনা কারণ যুক্তি।
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি,
কিছুই হলো না
কিছুই হবে না বুঝি ..
কিছুই হলো না
কিছুই হবে না..
This is the end of Ek Jiboner Gaan Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Ek Jiboner Gaan Song Detail
Song: Ek Jiboner Gaan Lyrics
Lyrics: Shawon Akand
Composition: Rahul Ananda
Tune: Rahul Ananda