এখনও সকালে Ekhono Sokale Lyrics: Ekhono Sokale song sung by Arijit Ganguli from Chirkut TV Official. Song Lyrics are written by Prameya And Arijit. Vocals Recorded at Studio “Kontho Kow” by Subhrajit Mitra.
Song Credits
- Song: Ekhono Sokale
- Singer: Arijit Ganguli
- Lyricist: Prameya, Arijit Ganguli
- Music: Arijit Ganguli
- Label: A Chirkut Production
Ekhono Sokale Lyrics in Bengali
এখনও সকালে জানালায় জমে আলো
এখনও পাখির গান সন্ধ্যায় থামে,
এখনও সময় আগের মতই ভালো
এখনও শহরে রাস্তা প্রেমের নামে।
এখনও বিকেল স্কুল থেকে বাড়ি ফেরে
এখনও শিশুরা সোনাকাঠি ছোঁয়,
এখনও ছাদের কোণে পোড়া সিগারেট
এখনও শুকনো ফুল জমানো খাতার পাতায়।
এখনও সে ফুলে, কবেকার ভুলে
এখনও সে ফুলে, কবেকার ভুলে,
আনমনে আঙুল ছোঁয়াই।
এখনও মিনারের জাফরিতে চাঁদ আসে
এখনও ধানের শিষে কুহেলি ছড়ায়,
এখনও খেয়াঘাটে বুড়ো গাছ আছে
এখনও সদ্যোজাত কাঁদে আজানের গায়ে।
এখনও কথার নীচে আলতো কথারা জমে
এখনও ন্যাপথলিন শীতের পোশাকে,
এখনও চিনেবাদাম নুনের মোড়ক
এখনও হাতের পরে রাখা হাতে মাটি।
এখনও সে হাতে, মাটির মলাটে
এখনও সে হাতে, মাটির মলাটে,
ফেলে আসা দিন.. বেঁধে রাখি।
This is the end of Ekhono Sokale Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.