Etodin Je Boshe Chilem Lyrics (এতদিন যে বসেছিলেম): Etodin Je Boshe Chilem Rabindra Sangeet song is sung by Sahana Bajpaie.Lyrics of this song are written by Rabindranath Tagore. Read the song lyrics below…
Etodin Je Boshe Chilem Lyrics
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি, তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।।
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী,
গন্ধে উদাস হাওয়ার মতো
উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন
আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়,
অস্ত্র তোমার গোপন রাখো কোন্ তূণে,
দেখা পেলেম ফাল্গুনে।
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে,
এতদিন যে বসেছিলেম
পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।
This is the end of Etodin Je Boshe Chilem Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Demo Song Detail
Song: Etodin Je Boshe Chilem Lyrics
Lyricist: Rabindranath Tagore
Singer: Sahana Bajpaie
Composer: Shayan Chowdhury Arnob