ফিরে যাওয়ার পথে Firey Jawar Pothe Lyrics: Firey Jawar Pothe song is sung by Pritam Das from Taalpatar Shepai. The lyrics of this song are written by Kritee Roy. Read the lyrics below…
Firey Jawar Pothe Lyrics in Bengali
ফিরে যাওয়ার পথে
শুধু অনুতাপের ধুলো,
তুমিও বহুদূরের ছায়াপথ।
জানিনা কোন নামে
লিখে পাঠাই চিঠিগুলো,
শব্দ তবু সেলাই অনর্থক।
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
এগিয়েছো কি ফেলেই পিছুটান?
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো প্রেমের গান।।
শিশিরেরা শুনবে যেই
শিউলির সাতকাহন,
তুমিও ফিরো তখন
জীবনের অকালবোধন !
আমি নতুন গল্পে রাজি
তুমি ফিরবে কি ঘর আজই?
ঝরা পাতার উপন্যাসের শেষে।
আমি কুড়োবো জলছাপ
তুমি লিখবে কি সংলাপ?
নতুন করেই শিখবো প্রেমের গান,
নতুন করেই শিখবো প্রেমের গান।।
This is the end of Firey Jawar Pothe Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Firey Jawar Pothe Song Detail
Song: Firey Jawar Pothe Lyrics
Lyrics: Kritee Roy
Singer: Pritam Das
Composer: Taalpatar Shepai