বিবিয়া Ghum Ja Re Bibiya Lyrics: Ghum Ja Re Bibiya song is sung by Imrul Karim Emil from Shunno Band. The lyrics of this song are written by Brishty Dessa. Read Lyrics Below…
বিবিয়া মূলত বাবা ও তার কন্যা সন্তানকে নিয়ে নির্মিত একটি গান। যেখানে জেলে বাবা তার কন্যা সন্তানকে ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে জীবিকার খোঁজে সাগরে চলে যায়। সেই সাগরে থাকে না কোনো ফেরার অনিশ্চয়তা।
Ghum Ja Re Bibiya Lyrics in Bengali
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
আঁধি রাতে চাঁদ তুই আজ
ঘুম দে রে আঁকিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া।
দিব সাগর পাড়ি,
তোর মুখখানি, বুকের পানে লইয়া,
আবার ভোর হইলে, ফিরবো যদি
থাকে জান জাগিয়া।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
একূল ওকূল নাহি দেখি
ঝড়ের লগে যুঝতেছি,
মন আমার কেমন করে
ফিরার লাগি তোর কাছে,
সারা রাতের ঘুম আমার
সারা দেহের যত গ্লানি,
ভুলে যাই সব, যখনই
দেখি মুখ তোর একটু খানি।
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া ..
This is the end of Ghum Ja Re Bibiya Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
SHUNNO || BIBIYA || Lyrics Video
Watch this video on YouTube.
Song Credits:
- Song: Bibiya
- Band: Shunno
- Vocal: Imrul Karim Emil
- Lyrics: Brishty Dessa
- Tune & Composition: Shunno
- Audio Production: Sajid Sarker
- Video Production: Mreethmandir Roy