Gouri Elo Lyrics: Gouri Elo Durga Puja Song sung by Antara Nandy and Ankita Nandy. Music Programming by Shubhro Bhattacharjee. Song Mixing and Mastering by Bob Phukan. Read Gouri Elo Dekhe Ja Lo song lyrics in Bengali…
Song Credits | |
♫ Song | Gouri Elo Lyrics |
♫ Singer | Antara Nandy, Ankita Nandy |
♫ Lyrics | Traditional |
♫ Music | Traditional |
♫ Rhythm | Sharath Ravi |
Gouri Elo Lyrics in Bengali
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।
শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।
শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এলো, দেখে যা লো ..
দেখো সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি,
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া
বুকে মারছে খোঁচা।
কী দুগ্গী দেখলাম চাচা
কী ঠাকুর দেখলাম চাচী।
ওই যে এক তুম্ব্বা বদন
দাঁত দুইডা তার মূলার মতন,
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা-পোঁছা।
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাকাই শাড়ি,
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফ্যাশন দেখায় ভারি।
আবার ময়ুরের পরে বসেন যিনি
এনার বড় চিকচিকানি,
ধুতি করছে কোঁচা ..
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..
সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে,
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা,
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
আর বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন,
জয় জয় বিজয়া গমন …
হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার কাশীনাথ,
আইল আমার তিন্নাথ,
আইল আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে।
ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম, বব বম, দিদি দিম, দিম, দিম, দিম।
You May Also Like
Related Tags:
Gouri Elo LyricsGouri Elo Lyrics in BengaliGouri Elo Lyrics PDF[