Icche Khame Lyrics sung by Rupak Tiary from Tramline. Starring: Saikat Dey, Snigdha Ghosh And Mukul Kumar Jana. Tui Amar Ontohin Thikana Icche khame Lyrics penned by Jayanta Biswas.
Song Credits | |
♫ Song | Icche Khame |
♫ Singer | Rupak Tiary |
♫ Lyrics | Jayanta Biswas |
♫ Music | Rupak Tiary |
♫ Label | Tramline |
Icche Khame Lyrics in Bengali
এ কেমন রংমিছিল
আনকোরা ইচ্ছেডানায়,
এ যেমন অন্তমিল
মুখচোরা গল্পেই মানায়।
কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়
এভাবেই স্বভাবে, থেকে যা তুই আমার
ওই নিস্পলক সীমানায়।
তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে
তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।
ওই দূরে ভেসে মহাকাশ টুপ-টাপ বৃষ্টি শুনে
ওই নীলে বুঝি ডুবলো দু’চোখ তোর কথা বলে,
তুই ছুঁয়ে যাস রাগে, এই মনের গহীনে
আমি জড়িয়ে আছি তোরই ডাকনামে।
কত কথা বলে যায়, কত প্রেম ছুঁয়ে যায়
এভাবেই স্বভাবে থেকে যা তুই আমার
ওই নিস্পলক সীমানায়।
তুই আমার অন্তহীন ঠিকানা ইচ্ছেখামে
তুই আমার গল্পহীন কল্পনা অভিমানে।
You May Also Like
Related Tags:
Icche Khame Lyrics PDFIcche Khame Lyrics in Bengali