Jeno Bhalobasha Hoy Lyrics in Bengali
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়।
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।।
তোমায় নিয়ে দিন রাতে
মন শুধু ভেবে ভেবে যায়,
সামনে এলে তোমায় দেখে
সবকিছু যেন ভুলে যায়।
তাই বলতে পারিনা ভালোবাসি
তোমায় আমি অনেকখানি,
কী করি উপায়।
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়।
আমার এ মন
ঘুড়ি হয়ে হয়ে উড়ে,
দূরে দূরে চলে যায়।
তোমার কাছে ভোকাট্টা হয়ে
সুতো ছিঁড়ে পড়ে যায়।
বলতে পারিনা কখনো
উড়ে চলো আমার সাথে
কী করি উপায়।
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়,
জেনো ভালোবাসা হয় …
This is the end of Jeno Bhalobasha Hoy Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Jeno Bhalobasha Hoy Song Detail
Song: Jeno Bhalobasha Hoy Lyrics
Lyrics: Saswati Bhattacharyya
Singer: Ankita Bhattacharyya
Composer: Suvajit Ray