Jodi Kichuta Somoy Dite Lyrics sung by Rishi Panda. Music Composed and penned by Rishi Panda. Read lyrics below…
Song Credits | |
♫ Song | Jodi Kichuta Somoy Dite |
♫ Singer | Rishi Panda |
♫ Lyrics | Rishi Panda |
♫ Music | Rishi Panda |
♫ Illustration & Animation | Rishi Panda |
Jodi Kichuta Somoy Dite Lyrics in Bengali
সহজে ভুলেছ আজ আমাকে বোধহয়
আছ তোমার দামি ঘরে উঁচু ঠিকানায়,
ছিল আশা মনে কথা রাখবে তুমি
জানি আমারই তো ভুল তুমি ছিলে দোটানায়।
সে তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা,
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা।
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়,
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়।
সারাদিন ঘুরে, ঘরে ফেরার পর
রাস্তা থেকে দেখতাম, ঐ ছাদের ওপর,
একটা ছাতার নীচে কোনোরকম
বেশি আমি ভিজতাম, তুমি কিছু কম।
বলতে তুমি কেন গভীর রাতে
তোমার গোপন কথা আমার সাথে?
ছিল তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা,
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা।
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়,
যদি কিছুটা সময় দিতে বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়।
You May Also Like
Related Tags:
Jodi Kichuta Somoy Dite LyricsJodi Kichuta Somoy Dite Lyrics in BengaliJodi Kichuta Somoy Dite Lyrics PDF