জলছবি Jwalchhobi Lyrics: Jwalchhobi song sung by Rupankar Bagchi and Subhamita Banerjee. Music Composed by Joy Sarkar and song lyrics written by Arindam Saha. Read Full Lyrics Below…
Song Credits
- Song: Jwalchhobi Lyrics
- Singer: Rupankar Bagchi & Subhamita Banerjee
- Lyricist: Arindam Saha
- Music: Joy Sarkar
- Label: Asha Audio
Jwalchhobi Lyrics in Bengali
আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না,
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না,
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা।।
আমার মনেতে, মনের কোণেতে
তোমারই জলছবি,
হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই।
মনের মুকুরে নীল সে সাগরে
তুমি জলপরী,
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে
এখন কি করি?
তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা
তুমি ছাড়া মন মানেনা।।
হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয়,
তোমার পরশে, প্রেমের বরষে
জীবন মধুময়।
আকাশ বাতাসে ফুলের সুবাসে
আজ যে মনোময়,
সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময়।
হুঁ.. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি
খুঁজে নিও আমার ঠিকানা।
ও.. আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা।।
This is the end of Jwalchhobi Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.