কথার কথা Kawthar Kawtha Lyrics: Kawthar Kawtha song sung by Iman Chakraborty from Rawkto Rawhoshyo Bengali Movie. Starring: Koel Mallick, Shreeansh Sarkar, Debangshi Chatterjee, Chandan Roy Sanyal, Lily Chakraborty, Rwitobroto Mukherjee, and Others. Music Composed by Nabarun Bose and lyrics of this song is written by Soukarya Ghosal.
Song Credits
- Song: Kawthar Kawtha
- Singer: Iman Chakraborty
- Lyrics: Soukarya Ghosal
- Music: Nabarun Bose
- Label: Surinder Films
Kawthar Kawtha Lyrics in Bengali
কথার কথা নাই বলা হোক
কথার কথা নাই বলা হোক,
কথার ওজন বড্ড বেশি
কথার ওজন বড্ড বেশি,
কথার ভারেই ভিজছে চোখ
কথার কথা নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।
মন সারাতে গিয়ে
রোজ ভোগে কেউ আমির জ্বরে,
অপমান জমিয়ে আগল দিল প্রেমের ঘরে,
তাও ঢুকেছে সিঁধেল শোক
সে সব না হয় নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।
কথার পরে চুপ
ভিজে শিশির পড়া টুপ,
শুনবো বলে চোখের জলকে
সমলিয়েছি খুব,
ঠোঁট নেড়েছি যেই
কথা লাগাম ছড়াতেই,
কে যেন ঠিক রাস টেনেছে
মনের পাড়াতেই,
তুমি শোনো ..
আমরা কেবল কথার বাহক,
একটু কথা কম বলা হোক।
This is the end of Kawthar Kawtha Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.