কেনো আসে বৃষ্টি Keno Ase Bristi Lyrics: Keno Ase Bristi song sung by Debolinaa Nandy. Music Composed by Jakiruddin Khan and song lyrics written by Supam Sarkar. Read Lyrics Below…
Song Credits
- Song: Keno Ase Bristi
- Singer: Debolinaa Nandy
- Lyricist: Supam Sarkar
- Music: Jakiruddin Khan
- Producted By: Meghbela
Keno Ase Bristi Lyrics in Bengali
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন,
কেনো ঘিরে আসে মেঘ
জেনেও আজকে খুশির দিন।
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন,
কেনো ঘিরে আসে মেঘ
জেনেও আজকে খুশির দিন।
তোমার সামনে আমি
আমার আয়নায় ঋন,
শোধেও সুদ হয়রানি
কাঁচে আতসে দূরবীন, হুম..
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন।।
পথিক আমার ছদ্মনাম ফেলছে দীর্ঘশ্বাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
তোমার কোল আমার হলে
পরস্পরের ঘ্রাণ,
কপালের রেখা রুমালের ঘাম।
তাই আসে বৃষ্টি
আজকে বয়স ভাঙার দিন,
আগুন আঁচে জলের ছিটে
কাগজ পোড়ার দিন, হুম..
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন,
কেনো ঘিরে আসে মেঘ
জেনেও আজকে খুশির দিন।
তোমার সামনে আমি
আমার আয়নায় ঋন,
শোধেও সুদ হয়রানি,
কাঁচে আতসে দূরবীন, হুম..
কেনো আসে বৃষ্টি
আজ কি মন খারাপের দিন।।
This is the end of Keno Ase Bristi Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.