কেউ কারো ভালো চায় না Kew Karo Valo Chay Na Lyrics: Kew Karo Valo Chay Na Song is sung by Shiekh Sadi. Music Composed by Alvee Al Berunee and Lyrics written by Shiekh Sadi. Read lyrics below:
Song Credits
- Song: Kew Karo Valo Chay Na Lyrics
- Singer: Shiekh Sadi
- Lyricist: Shiekh Sadi
- Music: Alvee Al Berunee
- Label: Dhruba Music Station
Kew Karo Valo Chay Na Lyrics in Bengali
দিনে দিনে মানুষ রং বদলায়
খুঁজে খুঁজে প্রয়োজন বাড়ায়,
হতাশা কিছুতেই কমে না
হিংসা যেন পিছু ছাড়ে না।
অন্যের ঘরে আলো নিভিয়ে
নিজের ঘরে আলো জ্বালে,
কিছু মানুষ এমনও আছে
বিবেক তাদের অন্ধ বলে।
না, না না
কেউ কারো ভালো চায় না,
না, না না
কেউ কারো ভালো চায় না।।
কেউ ভালো, কেউ খারাপ
এই নিয়ে অযথা আলাপ,
যে যার মতো দেখে পৃথিবী
দৃষ্টিকোণে আছে তফাৎ।
তবে কেন ভুল বোঝাবুঝি
অন্যের মাঝে নিজেকে খুঁজি,
অকারণ কত তর্ক বিতর্ক
ঘরে ঘরে বুদ্ধিজীবী।
না, না না
কেউ কারো ভালো চায় না,
না, না না
কেউ কারো ভালো চায় না।।
বেড়েছে অনলাইনে ব্যস্ততা
বাস্তবমুখী প্রেম শূণ্যতা,
ফোন থেকে চোখ সরেনা
পজিটিভিটি দেখা মেলে না।
নিজের ভালো সবাই বোঝে
দুঃখ শুধু পরের সুখে,
যা আছে তাতে মন ভরে না
কী পেলাম কেউ ফিরে দেখে না।
না না না
কেউ কারো ভালো চায় না,
না না না
কেউ কারো ভালো চায় না।।
This is the end of Kew Karo Valo Chay Na Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
httpv://youtu.be/vYMYaKZ_nQs