ক্ষমা করে দিলাম তোমায় Khoma Kore Dilam Tomay Lyrics: Khoma Kore Dilam Tomay song sung by Keshab Dey. Starring: Keshab Dey, Seeta Debnath, Badhan, and Bholanath Dey. Song Lyrics written by Badal. Read Lyrics Below…
Song Credits
- Song: Khoma Kore Dilam Tomay Lyrics
- Singer: Keshab Dey
- Lyricist: Badal
- Music: Keshab Dey
- Story: Badhan & Shampad
Khoma Kore Dilam Tomay Lyrics in Bengali
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়।
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।
সাজানো দিন গুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়,
আমার দু’চোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়।
তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম,
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।
ফেলে আসা সব স্মৃতি গুলো
আজও তার কথা বলে যায়,
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে তাকে চাই।
তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়।
This is the end of Khoma Kore Dilam Tomay Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.