Mon Deowa Neowa Hoyechilo Lyrics: Mon Deowa Neowa Hoyechilo song sung by Madhuraa Bhattacharya and Arunasish Roy. Music Composed and lyrics written by Arunasish.
Song Credits | |
Song | Mon Deowa Neowa Hoyechilo Lyrics |
Singer | Madhuraa Bhattacharya & Arunasish Roy |
Lyrics | Arunasish Roy |
Music | Arunasish Roy |
Label | Suchitra Music |
Mon Deowa Neowa Hoyechilo Lyrics in Bengali
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল
অভিসারে হাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হোয়েছিলো
অভিসারে হাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল।
মনে রাখি ভুলে থাকার ছলে
মনে রাখি ভুলে থাকার ছলে,
হারিয়ে পাওয়া হয়েছিল
হারিয়ে পাওয়া হয়েছিল
হারিয়ে পাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল।
কথা কিছুই হয়নি কখনো
কথা কিছুই হয়নি কখনো,
সুরে সুরে গাওয়া হয়েছিল
সুরে সুরে গাওয়া হয়েছিল
সুরে সুরে গাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল।
ভাবছি বসে ভাবনার সাথে
ভাবছি বসে ভাবনার সাথে,
একটু বেশি চাওয়া হয়েছিল
একটু বেশি চাওয়া হয়েছিল
একটু বেশি চাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল
অভিসারে হাওয়া হয়েছিল,
মন দেওয়া, মন নেওয়া হোয়েছিল
মন দেওয়া, মন নেওয়া হয়েছিল।
You May Also Like
Click Here for more Bangla Songs.
Related Tags:
Mon Deowa Neowa Hoyechilo Lyrics PDFMon Deowa Neowa Hoyechilo Lyrics in Bengali