মন গলি Mon Goli Lyrics: Mon Goli song is sung by Anirban Sikdar from Ghawre Ferar Gaan Bengali Short Film Song. Starring: Debmalya Gupta, Archika Gupta, Samarpita Chanda, Anirban Sikdar, and Subham Datta. The lyrics of this song are written by Archita Chakraborty.
Mon Goli Lyrics in Bengali
স্বপ্নে মরা রঙীন পথে
নাম না জানা ঠিকানা,
আলতো করে সাত সুরে
তোর হাতটা ছোঁয়ার বাহানা।
মন রেখেছি তোর আঁচলে
আলগা সুতো নিছক ভুল,
ঝড়ের ভীষণ দমকা হাওয়াও
স্থির রেখেছে গভীর মূল।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।
তোর ছন্দে, তোর কবিতায়
নির্জনে খুব বাঁধবো বাসা,
তোর সুরেতে, তোর আবেগে
সুখে থাকার টুকরো আশা।
বইবে মনে প্রেমের নদী
কান্না হাসির চাদরে,
রাখবি বুকে তুই আমাকে
আলগা হাসির আদরে।
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই,
তোর মন গলিটার হদিস করতে চাই
যেন সেই পাড়াতেই হারিয়ে আরাম পাই।।
This is the end of Mon Goli Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Mon Goli Song Detail
Song: Mon Goli Lyrics
Lyrics: Archita Chakraborty
Singer: Anirban Sikdar
Composer: Anirban Sikdar