Moner Modhye Bhoy Lyrics: Moner Modhye Bhoy song is sung by Anupam Roy from Flyover Bengali Movie. Starring: Koel Mallick, Gaurav Chakrabarty, Ravi Shaw, Shantilal Mukherjee, Koushik Roy, Poulomi Das And others. Read the song lyrics below…
Moner Modhye Bhoy Lyrics in Bengali
মনের মধ্যে ভয়
নতুন কিছু নয়,
ভাঙবে কিভাবে ভাবি
কোথায় রেখেছ চাবি?
আমাকে তৈরি করো
শক্ত করে ধরো,
সহ্য করো ভুল আমার
প্রশ্ন দু’চোখে হাজার।
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে,
তাইতো সময় থমকে আছে আমার ..
না না, এখনো হারিনি, হারিনি
হাতটা এখনো ছাড়িনি,
ছাড়বো না তোমায়।
হয়তো এ অন্ধকারে
শুধু যন্ত্রণা বাড়ে,
তাই গাইতে দাও এই গান আমায়।
আলো কমে আসে
কেউ নেই পাশে,
নিঃসঙ্গ একা ঘরে
জড়তা চেপে ধরে।
দুঃসাহসের খাতা খুলে
অচেনা সুর হয়তো ছুঁলে,
তাইতো সময় থমকে আছে আমার ..
না না, এখনো হারিনি, হারিনি
হাতটা এখনো ছাড়িনি,
ছাড়বো না তোমায়।
This is the end of Moner Modhye Bhoy Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Moner Modhye Bhoy Song Detail
Song: Moner Modhye Bhoy Lyrics
Lyricist: Anupam Roy
Singer: Anupam Roy
Composer: Anupam Roy
Movie: Flyover