মুক্ত করে দাও Mukto Kore Dao Lyrics: Mukto Kore Dao song sung by Arijit Singh. Music Composed and Lyrics written by Arijit Singh himself. Additional Music Production, Mixed & Mastered by Sunny M.R.
Song Credits
- Song: Mukto Kore Dao Lyrics
- Singer: Arijit Singh
- Lyrics: Arijit Singh
- Music: Arijit Singh
- Label: Oriyon Music By Arijit Singh
Mukto Kore Dao Lyrics
যা আমায় টানে
তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়,
কী খুঁজছি জানিনা ও ও ..
বন্দী করে মন যে আমার
পোষ মানিয়েছে,
তাই মনটা ভালো না ও ও ..
এখনই হেসেছি, এখনই নীরবে
কী শূণ্যতায় বলো,
এই কত ভিড়ে, এই অগোচরে
কী শূণ্যতায় বলো ..
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও ওও ..
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙিয়ে দাও,
মুক্ত করে দাও। ওও ..
তুমি তো না থাকায় থাকা দায়
ছুটে ছুটে বেড়াই আমি নেশায়,
তোমার গান গেয়ে গেয়ে,
প্রাণের গান গেয়ে গেয়ে,
ভেতরে তবে এ শূন্যতা, অসম্পূর্ণতা।
কখনো তোমাকেই খুঁজে পাই
তবু হারিয়ে যাই ভালোবাসায়
তোমার মুখ চেয়ে চেয়ে
তোমার মুখ চেয়ে চেয়ে,
গভীরে তবে এ শূন্যতা, অসম্পূর্ণতা।
নিজে খুশি মতো, নিজেই অনুগত
কী শূণ্যতায় বলো,
আজকে লেখা বই, কালকে মনে নেই
কী শূণ্যতায় বলো..
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
(হৃদপরান সব ফেটে যায় ফেটে যায়)
মুক্ত করে দাও, ওও ..
(দমকা ঝড় হয়ে যায় হয়ে যায়)
তোকে পাইনা বলে ঘুমঘুমিয়েছি
চুপ আঁধারে ধড়পড়িয়েছি,
পগারপার হয়ে নিঃশ্বাস প্রশ্বাস
তোকে ছোঁয়ার হলে হবে যদি তুই চাস,
উড়ানযান দিয়ে তুই আমি উড়ে যাই
উড়ানযান নিয়ে উধাও হারিয়ে যাই,
উজানটানে তোর অন্তর ছুঁয়ে যাই
উজানটান দিয়ে যাই,
খুদার প্রাণে তোর রূপে হারিয়ে যাই
উদার প্রাণে তোর কল্পনা সাজাই,
করুনপ্রাণে তোর সঙ্গে গাইতে চাই
আমার গান ওও ..
তুমি আপন করে আমায়
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও ওও ..
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙ্গিয়ে দাও,
মুক্ত করে দাও। ওও ..
This is the end of Mukto Kore Dao Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.