Nodi Bolo Re Bolo Lyrics sung by Jayati Chakraborty. Music Composed by Srikanta Acharya and penned by Kangal Fokir. Song Recorded, Mixed & Mastered by Goutam Basu.
Song Credits | |
♫ Song | Nodi Bolo Re Bolo Lyrics |
♫ Singer | Jayati Chakraborty |
♫ Lyrics | Kangal Fokir |
♫ Music | Srikanta Acharya |
♫ Label | Asha Audio |
Nodi Bolo Re Bolo Lyrics in Bengali
নদী বলো রে বলো আমায় বল রে
কে তোরে ঢালিয়া দিলো,
কে তোরে ঢালিয়া দিলো
এমন শীতল জল রে, জল রে।
নদী বলো রে বলো..
পাষাণে জন্ম নিলে
ধরলে নাম হীমশীলে,
কার প্রেমে গলে আবার হইলে তরলও রে
হইলে তরলও।
ওগো যে নামতে তুমি গলো
মরি হায় রে,
যে নামতে তুমি গল
সেই নাম আমায় একবার বলো রে।
দেখি আমার হৃদিস্থলে, আমার হৃদিস্থলে
গলে কিনা এ কঠিন হৃদিস্থলও রে,
নদী বলো রে বলো আমায় বল রে
কে তোরে ঢালিয়া দিলো,
কে তোরে ঢালিয়া দিলো
এমন শীতল জল রে, জল রে।
নদী বলো রে বলো..
যার ভাবে ধীরে ধীরে
গান করো গম্ভীর স্বরে
প্রাণ মন হরে কিবা
শব্দ কল-কল রে
শব্দ কল-কল।
নদী রে তোর ভাবাবেশে
মরি হায় রে নদী,
নদী রে তোর ভাবাবেশে
যায় রে যখন বক্ষস্থল ভেসে।
তখনই বর্ষা এসে
তখনই বর্ষা এসে,
ভাসায় ধরা, ধরা তল রে।
নদী বলো রে বলো আমায় বল রে
কে তোরে ঢালিয়া দিলো,
কে তোরে ঢালিয়া দিলো
এমন শীতল জল রে, জল রে।
নদী বল রে বল..
You May Also Like
Related Tags:
Nodi Bolo Re Bolo LyricsNodi Bolo Re Bolo Lyrics in BengaliNodi Bolo Re Bolo Lyrics PDF