O Ma Trinoyoni Lyrics: O Ma Trinoyoni – Durga Puja Agomoni sung by Jayati Chakraborty. Tune by Joydeep Roy and song lyrics is written by Uma Mukhopadhay.
Song Credits | |
♫ Song | O Ma Trinoyoni |
♫ Singer | Jayati Chakraborty |
♫ Music | Joydeep Roy |
♫ Lyrics | Uma Mukhopadhay |
♫ Label | Jayati Chakraborty (YouTube) |
O Ma Trinoyoni Lyrics in Bengali
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে,
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে,
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।
ধরণীতে তুমি পাপ-দুঃখ হরা
জননী সবাকার ভক্ত কত শত,
তোমায় পরায় দামি অলংকার।
আমার মন গহনে যে রয়
ভারী স্বাধের উপচার,
আমি গীতিমাল্য দেবো
মা গো করো গীতিকার।
আশার শত উদয়
উঠবে ফুটে এই জীবন সরোবরে,
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।
মা গো বেঁধেছ আমারে পরম প্রিয়
স্নেহ বাহুডোরে,
সে বাঁধনরে কভু না দেখি
অবজ্ঞা হেলা ভরে।
বিশ্ব সংসারে তুমি যে জননী
সবার উপরে,
সন্তানেরে রেখেছো ঢেকে
মমতা ভরা চাদরে,
তোমার কীর্তি কথা
আমি যাই মা লিখে মুক্তারি-অক্ষরে,
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।
আছে অনেক মানিক রতন
তোমার স্নেহের আকরে,
সাধুজন কিছু পেতে পারেন
প্রেম ভক্তির পথ ধরে।
জানি সব বাধা পেরিয়ে যাবো
তোমার আশীষে,
মা গো ও চরণে অটুট ভক্তি থাকুক নামিশে।
তোমার মধুর নাম
পারি যেন জপতে সদাধারে।
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,
পাইনা খুঁজে কি উপায়ন
দেবো গো তোমারে,
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,
ও মা ত্রিনয়নী
আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।
You May Also Like
Related Tags:
O Ma Trinoyoni Lyrics in BengaliO Ma Trinoyoni Lyrics PDF