অন্ধ হয়ে যাও Ondho Hoye Jaao Lyrics: Ondho Hoye Jaao song sung by Ishan Mitra from Charitraheen 3 Hoichoi Web Series. Starring: Swastika Mukherjee, Saurav Das, Naina Ganguly, Mumtaz Sorcar, Sourav Chakraborty, and Gourab Chatterjee. Music Composed by Amit-Ishan and lyrics penned by Debaloy Bhattacharya. Read Lyrics Below…
Song Credits
- Song: Ondho Hoye Jaao Lyrics
- Singer: Ishan Mitra
- Lyricist: Debaloy Bhattacharya
- Composition: Amit-Ishan
- Label: SVF Music
Ondho Hoye Jaao Lyrics – Charitraheen 3
কেন যে আছো আলোর দিকে
আলো হয়ে আছে ভীষণ ফিকে,
ভেসে যাবে যত বেহায়া বিকেল
গল্প করে নাও।
হয়তো জানে না কোন সে বাতাসে
ভেসে যাবে যত পালকও আকাশে,
কেউ তো জানে না কোন ইতিহাসে
আগেও এসেছে বিকেল।
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও।।
শ্মশানে মশানে যত মহা স্নানে
ফসিলের দেশে সময় নামে
গির্জা রাতে কফিনের সাথে
সঙ্গ করেছি কাল,
আজ ভেসে ওঠে মৃত জাল
তুমি মুগ্ধ হতে চাও
তুমি ত্রবাদুর গান গাও
আমি চিহ্ন খুঁজে যাই …
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও।।
This is the end of Ondho Hoye Jaao Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.