পাখিরা বুঝি মাইনে পায় Pakhira Bujhi Maine Pay Lyrics: Pakhira Bujhi Maine Pay Bengali Poem Recited by Anirban Bhattacharya from Kedara Bengali Movie. This Poem Written by Srijato. Starring: Kaushik Ganguly, Rudranil Ghosh, Bidipta Chakraborty. Mousumi Sanyal Dasgupta And Others. Read Lyrics Below…
Song Credits
- Song: Pakhira Bujhi Maine Pay
- Movie: Kedara
- Script and Dialogues: Srijato
- Music: Arijit Singh
- Movie: Kedara
Pakhira Bujhi Maine Pay Lyrics in Bengali
পাখিরা বুঝি মাইনে পায়?
মেঘেরা বুঝি অফিস যায় রোজ?
হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো?
নদীরা বুঝি চুক্তি হলে,
তবেই করে সমুদ্রের খোঁজ?
ঝর্ণা বুঝি বিকোয় কখনো?
দূরের দেশে শব্দ হয়,
শব্দ ভেসে আসে,
মুদ্রাহীন সেই রঙিন
শব্দ ভেসে আসে।
যেমন পাখি, যেমন নদী
যেমন মেঘ, সমুদ্র বা হাওয়া
তেমনি কিছু মানুষ জানে
তাদের ডাক, শব্দ করে চাওয়া
মুদ্রাহীন সেই রঙিন
শব্দ ভেসে আসে।
This is the end of Pakhira Bujhi Maine Pay Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.