Phire Ja Radhika Lyrics: Phire Ja Radhika song sung by Sudeshna Das from The Bong Studio Original Song. Music Composed by and song Lyrics written by Sudeshna Das. Read Lyrics Below…
Song Credits | |
♫ Song | Phire Ja Radhika |
♫ Singer | Sudeshna Das |
♫ Lyrics | Sudeshna Das |
♫ Music | Sudeshna Das |
♫ Label | The Bong Studio |
Phire Ja Radhika Lyrics in Bengali
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
বৃথা আজ সবই সাজানো
অভিমানী মালিকা ..
ফিরে যা রাধিকা।
বিরহী আঁখিতে কেন হায়
যমুনার ধারা বয়ে যায়,
বিরহী আঁখিতে আঁখিতে কেন হায়
বিরহী আঁখিতে কেন হায়
যমুনার ধারা বয়ে যায়,
হৃদয়ের মাঝে শ্যামেরই বাঁশি
আজও বেজে যায় ..
ফিরে যা রাধিকা
যা রে যা, রাধিকা যা রে যা,
ফিরে যা রাধিকা .. যা রে যা
ফিরে যা রাধিকা।
সা নি সা, পা নি সা
নিসা মা রে সা নিসা,
নিসা গা মা পা, গা মা পা নি সা
সা, মা পা ধা, গা মা পা,
মাগা মাগা রে সা নিসা।
আ… ফিরে যা রাধিকা,
মোহন প্রেম সাধিকা,
ফিরে যা রাধিকা,
আ… আ…আ…
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
আসিবেনা শ্যাম ফিরে আর
কেনো যে সাজাস মালিকা।
ফিরে যা রাধিকা, ফিরে যা রাধিকা,
ফিরে যা রাধিকা ..
You May Also Like
Related Tags:
Phire Ja Radhika LyricsPhire Ja Radhika Lyrics PDFPhire Ja Radhika Lyrics in Bengali