প্রেম যেন পূর্ণ হল Prem Jeno Purno Holo Lyrics: Prem Jeno Purno Holo song is sung by Rupak Tiary and Trishna Sharma. Starring: Nilayana Dutta, Suvamoy Sarkar, Tias, Mayanka, Jhuma Dutta, Apapbrita, Souvik, Sudipta, Shinjit. This Saraswati Puja special Bengali Romantic Love song lyrics written by Amita Karmoker.
Prem Jeno Purno Holo Lyrics in Bengali
তোর কী যে মন খোঁজে
বলনা আমায়?
তোর চোখে চোখ রেখে
সন্ধ্যে নামায়,
তোর চেনা হাসিতে
আমি হারাই,
চল চেনা ওই পথে
আজ পা বাড়াই।
ঘুম ঘুম দুচোখে
তোকেই মন ছুঁয়ে যায়,
আধো আলোয় ইচ্ছেরা শুধু
উড়তে চায়।
প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল,
তোর ওই ছোঁয়াতে কী যে মায়া।
প্রেম যেন পূর্ণ হলো
যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়।।
চল সাজাই কোন রূপকথা
তোরই সাথে,
তোর হাসি এই প্রাণ মেখে
চাই হারাতে,
তোকে ভেবে মন হারালো
কোন সে ক্ষণে,
আমি হারাবো তাই ডুবেছি
তোরই মনে।
ঘুম ঘুম দু’চোখে
তোকেই মন ছুঁয়ে যায়,
আধো আলোয় ইচ্ছেরা শুধু
উড়তে চায়।
প্রেম যেন পূর্ণ হল
যেন সত্যি হল,
তোর ঐ ছোঁয়াতে কী যে মায়া।
প্রেম যেন পূর্ণ হলো
যেন সত্যি হলো
তোর অবাক চোখের ইশারায়।।
This is the end of Prem Jeno Purno Holo Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Prem Jeno Purno Holo Song Detail
Song: Prem Jeno Purno Holo Lyrics
Lyrics: Amita Karmoker
Singer: Rupak Tiary & Trishna Sharma
Composer: Rupak Tiary