Raatdupurer Gaan Lyrics: Raatdupurer Gaan song sung by Shovan Ganguly. Music and Lyrics written by Shovan himself. Read lyrics below:
Song Credits | |
♫ Song | Raatdupurer Gaan |
♫ Singer | Shovan Ganguly |
♫ Lyrics | Shovan Ganguly |
♫ Music | Shovan Ganguly |
♫ Music Label | Asha Audio |
Raatdupurer Gaan Lyrics in Bengali
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর,
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই।
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত,
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই।
ভোরের আলো, কে দেখালো
লাগছে ভালো মায়াবী কোন আবেগে,
স্রোত ভেসে যায়, দুই খালি পায়
বটের ছায়ায় লাগেনি যা কখনো আগে।
হুম.. জ্যোৎস্না আসে চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে,
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে।
আমিও তাই, হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে।
হুম ….
You May Also Like
Related Tags:
Raatdupurer Gaan LyricsRaatdupurer Gaan Lyrics PDFRaatdupurer Gaan Lyrics in Bengali