নিসা রে মা নিসা, নিসা রে মা নিসা,
নিসা নি, ধা মা পা আ..
রেমা পা নি ধা পা, মা পা নি ধা পাধা পাধা পা
মা রে নি সা আ..
রেমা পা নি ধা পা, মা পা নিসা রে
সানি সা, নি, ধা, পা, মা গা রে সা
সা, নি, ধা, পা, মা গা রে সা আ..
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আ..
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আমি কবিতা হলে তুমি অন্তঃমিল
আমি বৃষ্টি তুমি রামধনুর নীল,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল।
নিসা রে মা নিসা, নিসা রে মা নিসা,
নিসা নি, ধা মা পা আ..
রেমা পা নি ধা পা, মা পা নি সা রে
সা রে গা, মা রে সা,
রেমা পা নি ধা পা, মা পা নি সা রে
সা রে গা, মা রে সা,
সা নি সা রে সা নি সা,
পা মা পা নি পা মা পা,
সা নি সা রে সা নি সা।
না বলে আসা কিছু ভাবনাদের স্বভাব
তোমার স্পর্শের মত..
পা ধা মা ধা পা, রে পা মা গা রে
পা ধা মা ধা পা, রে পা মা গা রে
নি রে সা নি সা,
সাসা রেরে মামা পা আ..
না বলে আসা কিছু ভাবনাদের স্বভাব
তোমার স্পর্শের মত,
শেষ না হওয়া আলিঙ্গনের ভাষা
বলছে কথা কত,
প্রেম পোহানো দিন আমাকে জড়ায়
তোমার অভিমান আমাকে পোড়ায়,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল।
স্মৃতির হাইওয়েতে জমছে ক্লান্ত দিন
নিদহারা রাতেরা ..
স্মৃতির হাইওয়েতে জমছে ক্লান্ত দিন
নিদহারা রাতেরা,
মনটা যাযাবর তাইতো নোই আমি
আজ তুমি হারা।
তোমার শব্দেরা সুর খুঁজে বেড়ায়
মন খারাপ করা গান হয়ে যায়,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল,
আমি কবিতা হলে তুমি অন্তঃমিল
আমি বৃষ্টি তুমি রামধনুর নীল,
রাতগুলো আমার স্বপ্ন মিছিল
সুপ্ত ইচ্ছেরা তারা ঝিলমিল।