Thikanar Khonje Lyrics: Thikanar Khonje song is sung by Surangana Bandopadhyay. Music Composed by Anindya Chattopadhyay And Thikanar Khoje Lyrics In Bengali Written by Riddhi Sen. Song Arrangement, Ukulele, Mixing Mastering by Prabuddha Banerjee. Screenplay: Riddhi Sen, Rwitobroto Mukherjee, Surangana And Rajarshi Nag.
Song Credits | |
♫ Song | Thikanar Khonje |
♫ Singer | Surangana Bandopadhyay |
♫ Composition | Anindya Chattopadhyay |
♫ Lyrics | Riddhi Sen |
♫ Label | Times Music |
Thikanar Khonje Lyrics – Surangana
আমার ছোট নদী বয়ে যায় পাতায়
আঁকে বাঁকে চলে তাই তুলির খেয়াল,
সাতরং লুকিয়ে পাতার সাদায়
খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়,
খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়,
খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়।
ঠিকানা আছে কি চারদেয়ালে?
বহু বহু তলের কোলাজে,
আকাশে তাকিয়ে দেখি তারাদের ভিড়ে
রাস্তা বদলে আলো ঠিকানা খোঁজে,
খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়,
খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়।
যেখানে রাস্তা মিশে একদিকে যায়
তুলি দিয়ে মেঘ বৃষ্টি ভেজায়,
টুপটাপ শব্দে, ভরে ওঠে দৃষ্টি
ঠিকানা প্রমান দিতে একদেশ লোক,
ঠিকানা প্রমান দিতে একদেশ লোক।
ঠিকানার সার্কাসে হন্যে সবাই
ছোট-বড়ো কত মুখ খাতায় ওদের,
তাই দেখে হেসে ওঠে বৃদ্ধ সময়
এঁকে যায় ঠিকানার ঠিকানা কোথায়,
এঁকে যাই ঠিকানার ঠিকানা কোথায়,
খুঁজে যাই ঠিকানার ঠিকানা কোথায়।
You May Also Like
Related Tags:
Thikanar Khonje LyricsThikanar Khonje Lyrics in BanglaThikanar Khonje Lyrics PDF