তোমাকে ভেবে গল্প লেখা Tomake Bhebe Golpo Lekha Lyrics: Tomake Bhebe Golpo Lekha song is sung by Rupak Tiary from Meme Culture Bengali Short Film. Starring: Mukul Kumar Jana and Anusmita Dutta. Lyrics of this song are written by Amita Karmoker.
Tomake Bhebe Golpo Lekha Lyrics in Bengali
তোমাকে খুঁজেছি রাতজাগা তারার মাঝে
খুঁজেছি লুকিয়ে থাকা
কোন গানের খাতার ভাঁজে,
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে।
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা।।
তুমি আমার দু’চোখে
না ছুঁয়ে যে রং মেশালে,
আমি তোমাকে এঁকেছি
সে রঙের মায়াজালে।
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা।।
This is the end of Tomake Bhebe Golpo Lekha Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Tomake Bhebe Golpo Song Detail
Song: Tomake Bhebe Golpo Lekha Lyrics
Lyrics: Amita Karmoker
Singer: Rupak Tiary
Composer: Rupak Tiary