তোমাকে চেয়েছি সেভাবে Tomake Cheyechi Sevabe Lyrics: Tomake Cheyechi Sevabe song sung by Subhrajit Panda. Lyrics of this song is penned by Koushik Roy and music composed by Subhrajit himself. Read lyrics below:
Song Credits
- Song: Tomake Cheyechi Sevabe
- Singer: Subhrajit Panda
- Lyricist: Koushik Roy
- Music: Subhrajit Panda
- Label: JMR Music Studio
Tomake Cheyechi Sevabe Lyrics in Bengali
সেজন এমন ছায়ার মতন
রোদের আদর মাখে গালে,
সেজন তেমন উজল এমন
বিষাদ মেখেছে যাপনে।
সহজ সেজন মায়ার মতন
স্বজন বেঁধেছে আঁচলে,
বিজন এমন জীবনযাপন
সেজন এঁকেছে কাজলে।
যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে
রূপবতী শোক হয়ে যায়,
যেভাবে আখর সাঁঝের প্রদীপে
গেরস্থালী খুঁজে পায়।
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে,
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে।
তুমিও কি তাই রাত হয়ে যাও
চাঁদচোঁয়া নীল অবসাদ হয়ে যাও,
তোমারো কি তাই দুখ ভেসে যায়
চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়।
যেভাবে বাড়ে সুখ অভিসারে
প্রেম খোঁজে প্রিয় ডাকনাম,
যেভাবে মেশে পরাগ বাতাসে
পথ ভোলে নাবিকের গান।
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে,
তোমাকে চেয়েছি সেভাবে
বিষাদ ছুঁয়েছে যেভাবে।
This is the end of Tomake Cheyechi Sevabe Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.