তোমাকে যতবারই Tomake Jotobari Lyrics: Tomake Jotobari song is sung by Madhurima Bhattacharyya. Music Composed by and Lyrics written by Rupankar Bagchi. Read Lyrics Below.
Tomake Jotobari Lyrics in Bengali
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
আ আ ..
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
কথা আমি লিখতে পারি সুর নেই গানে।
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
আ আ ..
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
এ জীবনযাপন আমার কেউ কি জানে?
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
This is the end of Tomake Jotobari Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Tomake Jotobari | A dream come true | Official Video | Madhurima | Rupankar | Partha Paul
Watch this video on YouTube.
Song Credits:
- Song: Tomake Jotobari Lyrics
- Vocals: Madhurima Bhattacharyya
- Lyrics and Composition: Rupankar Bagchi
- DOP: Subhadeep Bag