তোমার আমার কথা Tomar Amaar Kotha Lyrics: Tomar Amaar Kotha Valentine’s Special Bengali song is sung by Dipesh Chakraborty and Madhurima Roy Chowdhury from The Bong Studio Originals Song. Music Composed Lyrics are written by Dipesh Chakraborty.
Tomar Amaar Kotha Lyrics in Bengali
কাটে যদি রাত গুলো সব এভাবেই
জানাশোনা বাড়ছে দারুন গোড়াতে,
টেলিফোনে কান পেতে তাও স্বভাবে
গল্পের গাছ গুলো সব মুড়োবে।
তবু রোজ বলি আরও কাছে আসতে
আরও বেশি ভালোবাসতে আমায়,
এ যে সবই তোমার আমার কথা
এ যে সবই তোমার আমার কথা,
এ যে সবই তোমার আমার কথা
এ যে সবই তোমার আমার কথা।।
প্রথম দেখায় ভাবিনি সেদিন
এতো আগলে রাখবো তোমায়,
ঝর্ণা মেখে ঘর বানাবো
আকাশ আদর ছোঁয়ায়।
রূপকথারা ফুরিয়ে গেলে
চাঁদের বুড়ি গল্প শোনায়,
স্বপ্ন বুঁনে সন্ধ্যে এনে
ডাকনামে রোজ খুঁজব তোমায়।
মন্দে ভালোয় দিন গড়াবে
ব্যাথার কথা অল্পই থাক,
সন্ধে নামে পুরনো খামে
শব্দ যত চুপ করে যাক।
তাই রোজ বলি আরও কাছে আসতে
আরও বেশি ভালোবাসতে আমায়,
এ যে সবই তোমার আমার কথা
এ যে সবই তোমার আমার কথা,
ও.. এ যে সবই তোমার আমার কথা
এ যে সবই তোমার আমার কথা।।
This is the end of Tomar Amaar Kotha Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.
Tomar Amaar Kotha Song Detail
Song: Tomar Amaar Kotha Lyrics
Lyrics: Dipesh Chakraborty
Singer: Dipesh Chakraborty & Madhurima Roy Chowdhury
Composer: Dipesh Chakraborty