তোর শহরে বৃষ্টি হলে Tor Shohore Bristy Hole Lyrics: Tor Shohore Bristy Hole song sung by Sadat Hossain. Starring: Ashfaq Rana And Ariana Jaman. Music Composed by Prottoy Khan and Lyrics written by Momen Swapon.
Song Credits
- Song: Tor Shohore Bristy Hole
- Singer: Sadat Hossain
- Lyricist: Momen Swapon
- Music: Prottoy Khan
- Label: G Series
Tor Shohore Bristy Hole Lyrics in Bengali
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
একমুঠো চাঁদ জোছনা নিয়ে
তোর ঘরেতে যাবে,
তোর শহরে আগুন পাখি
আমাকে পোড়াবে।
তোর শহরে ভেজা কদম
আমার উতাল মন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
তোর শহরে মেঘলা দুপুর
আমার জলের গান,
ভালোবেসে ভিজবে তোমার
অবুঝ অভিমান।
তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া
স্বপ্ন নিঃসরণ,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
This is the end of Tor Shohore Bristy Hole Lyrics. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.