তুমি যে চেয়ে আছো Tumi Je Cheye Acho Lyrics: Tumi Je Cheye Acho Rabindrasangeet sung by Susmita Patra. Music designed by Sandipan Ganguly. The lyric of this song is written by Rabindranath Tagore.
Song Credits
- Song: Tumi Je Cheye Acho
- Singer: Susmita Patra
- Lyricist: Rabindranath Tagore
- Music: Rabindranath Tagore
- Label: SVF Devotional
Tumi Je Cheye Acho Lyrics in Bengali
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে,
তুমি যে চেয়ে আছ আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে।
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারই তরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।
This is the end of Tumi Je Cheye Acho Lyrics in Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.