Tumi Khushi To Lyrics (তুমি খুশী তো): Tumi Khushi To song is Sung by Rishi Panda. Read lyrics below:
Song Credits | |
Song | Tumi Khushi To Lyrics |
Singer | Rishi Panda |
Lyrics | Rishi Panda |
Music | Rishi Panda |
Label | Rishi’s Mixtape |
Tumi Khushi To Lyrics in Bengali
রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার,
স্বপ্নগুলোয় আসছো তুমি বোঝোনা
আসার কি দরকার।
হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে,
কানের দুলে, রুক্ষ চুলে, হাত বোলালেও
দেখবো না তো আর।
কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে,
মানতাম না নিজেদের বারণ।
আজ একলা এ আকাশে
ঝড় উঠছে চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষন।
হোক তুমি ভালো থেকো
নিজে নিজের ছবি এঁকো,
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়।
তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়,
ভয় পেলে সামলে নিও
পেরিও রাস্তা সাবধানে এবার।
কি তুমি খুশী তো?
সব ব্যাপারেই আমি তোমার দোষী তো?
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো?
You May Also Like
Click Here for more Bangla Songs.
Related Tags:
Tumi Khushi To Lyrics PDFTumi Khushi To Lyrics in Bengali