উমা এসেছো Umaa Esecho Lyrics: Umaa Esecho Durga Puja song sung by GuruJeet Singh. Music Composed by Fotik Ghosh and Lyrics written by Bapan Dutta. Read Lyrics Below:
Song Credits
- Song: Umaa Esecho
- Singer: GuruJeet Singh
- Lyrics: Bapan Dutta
- Music: Fotik Ghosh
- Video: 9 Sound Studios
Umaa Esecho Lyrics in Bengali
উমা এসেছো, এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়,
উমা এসেছো এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়।
মাগো তোমার কৃপায় ওই ধরাতল
গড় হে দেবালয়,
উমা এসেছো, এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়।।
শরৎ প্রভাতে কাশ ফুলে ফুলে
মেতেছে ভুবন খানি,
আকাশে বাতাসে আগমনী সুর
কৃপাময়ী উমা তুমি।
মাগো তোমার কৃপায় ওই ধরাতল
গড় হে দেবালয়,
উমা এসেছো, এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়।।
শিশিরে শিশিরে কুসুম-কাননে
জমেছে পদরেণু,
শরৎ আকাশে মুখরিত আজ
কতনা আলোরবেনু।
মাগো তোমার কৃপায় ওই ধরাতল
গড় হে দেবালয়,
উমা এসেছো, এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়।।
পুষ্পে পুষ্পে লোলিত অঙ্গে
কতনা হাসির লহর,
বছর পরে এলে উমা তুমি
চপল নিশিপ্রহর।
মা গো তোমার কৃপায় ওই ধরাতল
গড় হে দেবালয়,
উমা এসেছো, এসেছো জগৎ মাঝারে
আপন মহিমায়।।
This is the end of Umaa Esecho Lyricsin Bengali. If you find any mistake in the lyrics of this song, then let us known by filling the Contact Us form with correct Lyrics.